শাফায়েত নুরুলঃ কিশোরগঞ্জের নিকলীতে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নিকলীর মোহরকোনা বেড়িবাঁধের হাওড়ের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন চানঁ মিয়া( ৬৫)। চাঁন মিয়া উপজেলা সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে।
জানা যায়, নিখোঁজ হওয়ায় অনেক খোজাখুজি পর বিকাল ৪ টায় নলুয়ার বিলে মৃত চানঁ মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়ায়।খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজন এর সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে গতকাল রাতে নিকলী থানায় একটি ইউটি মামলা রুজু করা হয়। নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।