আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃষ্ণার জল দাও—মাহমুদা শিরিন

তৃষ্ণার জল দাও—মাহমুদা শিরিন

কত রঙে কত ঢঙে প্রকাশ করো নিজেকে
নিত্য দেখাও কত দেবত্ব।
সহিষ্ণুতায় হৃদয় তোমার জাগেনি কখনো,
তৃষ্ণার জলটুকু দাওনি সতত ৷
ক্ষণে ভাবি,অভিমানী হয়ে থাকবো চুপটি করে তবু অকারণে নেত্রদ্বয় কেনো হয় সিক্ত!!
সকাশে এসো…
বুক পাঁজরে নিবিড় করে মিশে যাও ৷
প্রেম তো একা নয় কারও…
অধিকার আছে আমারও।
বিশিষ্ট কবি ও লেখক- মাহমুদা শিরিন

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ