আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে কন্দাল ফসলের উন্নত জাত উৎপাদনে শীর্ষক প্রশিক্ষণ

কিশোরগঞ্জে কন্দাল ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ সেপ্টেম্বর সকালে কচু ফসলের জিনপুল সমৃদ্ধ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত বিস্তারের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ কর্মসূচির অর্থায়নে গাজীপুর বিএআরআই কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ও কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। সরেজমিন গবেষণা বিভাগের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলার ৩০ জন কৃষক অংশ নেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সরেজমিন গবেষণা বিভাগে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএআরআই কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ছামছুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর বিএআরআই কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সাওদা নাজনীন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার কামাল।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ