আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মৎস্য বিভাগের বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত

কিশোরগঞ্জে মৎস্য বিভাগের উদ্যোগে সদর উপজেলা পরিষদের পুকুরে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এই পোনা মাছ অবমুক্তকরণ কর্মস‚চীর উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী।
কিশোরগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পুকুরটিতে বিভিন্ন জাতের মাছের ৫২০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
২০২২-২০২৩ আর্থিকসালে রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা মাছ প্রাতিষ্ঠানিক/উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আ. সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, কিশোরগঞ্জ জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল,সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর,সদরের সম্প্রসারণ কর্মকর্তা (এনএ টিপি-২ প্রকল্প) মোঃ আশিকুর রহমান আশিক প্রমুখ ছাড়াও সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর জানান, সদরের সরকারী বেসরকারী বিভিন্ন পুকুর , নরসুন্দা নদী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুওে ৫২৫ কেচি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ