-
- রাজনীতি, সারাদেশ
- আন্দোলনের মাধ্যমে সরকারকে পিছু হটিয়ে সকল অধিকার আদায় করিতে হবে
- Update Time : সেপ্টেম্বর, ১০, ২০২২, ১১:৫০ পূর্বাহ্ণ
- 130 View

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশে সার তেলেসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্যের উর্ধগতি, বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং, খুন, গুম,গ্রেফতার ও নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর -উল – ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি তারেক আবু আলা চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা,উলিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার,পৌর মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম রুবি, চিলমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু হানিফা,উপজেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম লাভলু প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের লুটপাটের কারণে জ্বালানি তেলসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ জনগনকে।এর ফলে জন দূর্ভোগ এখন চরমে। জনগণকে মাঠে নেমে আন্দোলনের মাধ্যমে সরকারকে পিছু হটিয়ে সকল অধিকার আদায় করে নিতে হবে।
More News Of This Category
Leave a Reply