আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

আমাদের গ্রামখানি – সৈয়দুল ইসলাম

 

আমাদের গ্রামখানি
মায়ের মতন,
ফুল ফল ছায়া দিয়ে
করে যতন।
বৃক্ষলতায় ভরা
মায়াবী এই গ্রাম,
দেশ আর বিদেশে
অনেক সুনাম।
কাননে কুসুমকলি
ছড়িয়ে দেয় ঘ্রাণ,
পাখিদের কলতানে
নেচে ওঠে প্রাণ।
ধনী আর গরিবের
ভেদাভেদ ভুলে,
মিলেমিশে থাকি সবে
মানবের কুলে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ