আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, সিনিয়র
সহকারী কমিশনার বাবুল সূত্রধর, সহকারী কমিশনার ফাতেমা-তুজ-জোহরা, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সেও সভাপতি মুজিবুর রহমান বিলাল, জেলা
মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সিনিয়র
সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, অ্যাডভোকেট মায়া ভৌমিক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, মোহনার জেলা প্রতিনিধি
জুয়েল চৌধুরী, কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, উদ্যেক্তা আলহাজ্ব সাখাওয়াত হক জুসেফ প্রমুখ।

সভায় কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বিস্তারিত আলোচনা
করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ ও গন্যমান্য
লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ