প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২২, ৬:২৫ পূর্বাহ্ণ
শরৎ রূপের রঙ্গমঞ্চ-সৈয়দুল ইসলাম

শরৎ রূপের রঙ্গমঞ্চ
সৈয়দুল ইসলাম
সবার প্রিয় শরৎ ঋতু
বর্ষা পরেই আসে,
ভোরের শরৎ পদ্মফুলে
মিটমিটিয়ে হাসে।
ঘাসের ডগায় শিশির কণার
বিন্দু বিন্দু জল,
সূর্যালোকে হিরকের ন্যায়
করে যে জ্বলমল।
নীল পরীরা ঘুরে বেড়ায়
সাদা মেঘের ভেলায়,
নদী তীরের কাশফুলেরা
মেতে ওঠে খেলায়।
কেয়া কেতকীর ফুলের শোভা
জাগায় শিহরণ,
শেফালীরো মৌ মৌ গন্ধ
মুগ্ধ করে মন।
শরৎ রূপের রঙ্গমঞ্চের
নেইতো কোনো জুড়ি,
সবুজ শ্যামল প্রকৃতি তাই
প্রাণটা খুলে ঘুরি।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.