প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২২, ১:১৯ অপরাহ্ণ
জাতীয় পর্য়ায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত কুড়িগ্রামের ডিসি

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত মোহাম্মদ রেজাউল করিম
জানা গেছে, ১২ অক্টোবর বুধবার স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ শাখার উপসচিব মোঃ আকবর আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস - ২০২২ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার মধ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্মীকৃতিস্বরুপ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দিয়ে কর্মকর্তাদের সম্মানিত করা হবে। সারাদেশের কার্যক্রম মুল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৯টি জেলার মধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম অন্যতম। আগামী ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রেষ্ঠ জেলা প্রশাসক গনকে একটি করে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হবে।
উল্লেখ্য,শুদ্ধাচার পুরস্কার অর্জনের পর তার কাজের দক্ষতা, প্রশাসনিক নেতৃত্ব, বিচক্ষনতা ও কাজের ধারাবাহিক সফলতায় আবারও তিনি পুরস্কৃত হলেন।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.