আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের নিকলীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার-১

শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলীতে ১ কেজি গাঁজাসহ মোঃ শাহিন (২৭) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিকলী থানার এস আই এমদাদুল হকের নেতৃত্বে সংঙ্গী ফোর্সের সহযোগিতা ঘটনাস্থল নিকলী রোদারপুড্ডার বাজার থেকে বিশেষ
অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, কটিয়াদী উপজেলা চাঁন্দপুর ইউনিয়নের মধ্যে পাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাহিন (২৭) । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিকলী রোদারপুড্ডা সহ বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এই ব্যাপারে গতকাল শনিবার দুপুরে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাদক ব্যবসায়ী শাহিন কে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
এই নিয়ে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ