আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেনের পদোন্নতি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেনকে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক
হিসাবে পদোন্নতি দেওয়ায় তাকেসহ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মীগণসহ কিশোরগঞ্জের যুব উদ্যোক্তাগণ। পৃথক পৃথক অভিনন্দন বার্তায়
তারা বিবৃতি দিয়ে এই অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় জাতীয় যুব পদকপ্রাপ্ত উদ্যেক্তা রিমা আক্তার ফেসবুকে স্টেটাস দিয়ে বলেন, সদরের যুব উন্নয়ন অফিসার সাহাদাৎ হোসেনসহ ১০৮জন সহকারী পরিচালককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই।
সদরের বাসিন্দা জাতীয় যুব পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ খামারী শিবলী সাদিক নোমান বলেন, যুববান্ধব স্যারের পদোন্নতিতে অভিনন্দন জানাই।
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দের বাসিন্দা স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পুিরষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী এক অভিনন্দন
বার্তায় বলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান দক্ষ যুব বান্ধব অফিসার সাহাদাৎ হোসেন সদর উপজেলায় সুনামের সহিত দায়িত্ব পালন
করেছেন। গত ১৩ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে দেশের ১০৮ জন যুব উন্নয়ন
অফিসারকে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। এরমধ্যে ৫৮তম সিরিয়ালে আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলার এই অফিসারকে
পদোন্নতি দেওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের কার্যকরী ও সাধারণ পরিষদের সকল সদস্যগণ অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও উদ্যেক্তা শেখ সোমা, তাসলিমা আক্তার মুনমুন, আদর্শ যুব সংস্থার সভাপতি মহিবুল হাসানসহ অনেকেই ফেসবুকে স্টেটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category