শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গাঁজা খোর মোবারক মিয়া ও জসিম মিয়ার মধ্যে গাজার কলকী নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এই ঘটনায় পুলিশ গুরুই উত্তরপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯) কে বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে রায়হান কে বিকেলে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে নিকলী থানার পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে গত ১৫ অক্টোবর শনিবার বিকেলের দিকে উত্তর পাড়া গ্রামের গাজা খোর মোবারক মিয়া ও জসিম মিয়ার মধ্যে গাজার কলকী নিয়ে তর্ক বির্তক হয়। হামজু, জসিম ও রায়হান মিয়ার গংরা মোবারক মিয়া (২৬) কে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাত্তার মিয়া বাদী হয়ে নিকলী থানায় ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। এই ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন।
Leave a Reply