আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীতে যুবতীর আত্মহত্যা

শাফায়েত নূরুল: কিশোরগঞ্জের নিকলীতে তানিয়া আক্তার (২২) নামে এক যুবতী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধা সাড়ে সাতটার দিকে নিকলী থানার পুলিশ নিজ ঘর থেকে যুবতীর লাশ উদ্ধার করেছে। নিহত তানিয়া উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর নয়াহাটি গ্রামের মোঃ আবু তাহেরের কন্যা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত তানিয়া আক্তার শুক্রবার দুপুরে মা-বাবার সাথে একসাথে খাবার দাওয়া পর ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করেন। সন্ধার দিকে সবার অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পরে। পরিবারের লোকজনের এ ঘটনা নজরে এলে নিকলী থানার পুলিশকে খবর দেন। পরে নিকলী থানার এস আই সোহেল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে
নিহত লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ