ডেস্কঃ
কিশোরগঞ্জ আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ( ২৮ জানুয়ারী) দুপুরে শহরের সতাল এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্ঠা ড. এনায়েতুর রহমান চৌধুরী, অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দা রাফিয়া নূর রূপা, কিশোরগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ,বিশিষ্ট সমাজসেবক (সিআইপি) বাদল রহমান, ডা. আতাউর রহমান, ডা. আবিদুর রহমান ভূঞা জিমি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল হক দিদার,৭নং ওয়ার্ড কাউন্সিলর মো.সাইফুল ইসলাম, সমাজসেবক শামছুল ইসলাম শামীম প্রমুখ।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি কোমনমতি কৃতি শিক্ষার্থীদরে মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply