আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার ইফা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুন আল মাসুদ খান। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়া। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপাইরভাইজার মাও.একেএম মস্তোফা কামাল। ইফার মডেল কেয়ারটেকার মাও. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুম বিল্লাহ, সাধারন কেয়ারটেকার মাও.সাদেকুজ্জামান,মাও.মাহতাব উদ্দিন, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মাও.আ.মতিন প্রমুখ।

এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা সমাজের অসঙ্গতি দ‚র করার জন্য, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে ইমামদের যথাযথ ভ‚মিকা পালন করার আহবান জানান। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ,ধর্মীয় নেতা ও উলামায়ে কেরামগণ উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category