আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ সদর কমিটির সভাপতি ফারুকুজ্জামান,সম্পাদক আকবর খন্দকার

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো… এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী)সন্ধ্যায় সোনালী ব্যাংক ভবনের ৩তলায় স্কাউট আইটির হলরুমে বাংলাদেশ প্রেস ক্লাব,কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক সাংবাদিক ফারুকুজ্জামানের এঁর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার সরকার।
বাংলাদেশ প্রেস ক্লাব, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.ফারুকুজ্জামান(জেলা প্রতিনিধি দৈনিক আমাদের নতুন সময়) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ আকবর খন্দকার(বার্তা সম্পাদক দৈনিক শতাব্দীর কন্ঠ)।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর(জেলা প্রতিনিধি সিএনএন বাংলা টিভি)যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আবুল কাশেম(জেলা প্রতিনিধি দৈনিক ভোরের সময়) সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন(জেলা প্রতিনিধি সাউথ এশিয়ান টাইমস) অর্থ সম্পাদক তাসলিমা আক্তার মিতু(জেলা প্রতিনিধি ঢাকা প্রকাশ)সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ আলী সোহান(জেলা প্রতিনিধি একুশ জার্নাল) প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ সাইফ (বিশেষ প্রতিনিধি দৈনিক নাগরিক ভাবনা) মহিলা বিষয়ক সম্পাদক শেফালী ইসলাম(জেলা প্রতিনিধি দৈনন্দিন চিত্র) সদস্য শাহ মুহাম্মদ সারওয়ার জাহান,(জেলা প্রতিনিধি দৈনিক ভোরের দর্পন) শফিকুল আলম সোহাগ (জেলা প্রতিনিধি দৈনিক একুশে সংবাদ) মাহফুজা সুলতানা রুমা(সদর প্রতিনিধি দৈনন্দিন চিত্র)মো. তৌফিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি দৈনিক একুশে সংবাদ)মো. মাহফুজুল হক খান(জেলা প্রতিনিধি দৈনিক আমার সংগ্রাম) ।

উল্লেখ, বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেস ক্লাব,(গভ: রেজি: নম্বর- ৯৮৭৩৬/১২) এটি দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংগঠন। এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব প্রথিতযশা সাংবাদিক ফরিদ খান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ