কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একাডেমী কাপ ফুটবল প্রতিযোগিতার (অনুর্ধ্ব- ১২) উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন সাংবাদিক মু.আ লতিফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ফারুক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সজল, সদস্য জি.এম ইয়াহিয়া ভূঞা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর, ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল্লাহ, জেলা রেফারি এসোসিয়েশনের আহবায়ক শেখ নূরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় ৮টি একাডেমী দল অংশগ্রহণ করছে। ১৩ ফেব্রুয়ারি বিকালে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply