আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনলাইন পোর্টালের বিকল্প নেই:মেয়র পারভেজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র মাহমুদ পারভেজ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনলাইন পোর্টালের বিকল্প নেই, মাত্র ২ বছরে ঢাকা পোস্ট জনপ্রিয়তা ও আস্থার গণমাধ্যম হিসেবে মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদের কারণে এ নিউজ পোর্টালটি অনেক এগিয়ে রয়েছে। এছাড়া ঢাকা পোস্ট কিশোরগঞ্জের সকল খবর সবার আগে দেওয়ার চেষ্টা করে। ঢাকা পোস্টের এ জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকুক।
সময় টিভির নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ঢাকা পোস্টের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফউদ্দীন আহমেদ লেনিন, মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসেন রনি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মিলন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল আলম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি বাবুল আহামেদ, দৈনিক জনবানীর স্টাফ রিপোর্টার এম এ আজিজ, দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার ভূইয়া, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, বাংলাদেশের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক কবির, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফ আলী, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক হৃদয়, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান, দ্যা সাউথ এশিয়ান টাইমস জেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মেরাজ নাছিম, সময় টিভির চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ