আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি শহীদ,সম্পাদক রতন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মো. সহিদুল আলম শহীদ। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আমিনুল ইসলাম রতন। নির্বাচনে ১৪ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতিসহ ১০ টি এবং সাধারণ সম্পাদকসহ ৪ টি পদে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সোমবার সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, চলে বিকাল ৪ টা পর্যন্ত। গণনা শেষে রাত সোয়া ১১ টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪ টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে বিজয়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ৩২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জালাল মো. গাউস পেয়েছেন ১৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আমিনুল ইসলাম রতন পেয়েছেন ৩০০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ সমন্বয় পরিষদ মনোনীত এ এফ এম বজলে কাদের মুকুল পেয়েছেন ২৩৬ ভোট।

এছাড়াও সহ সভাপতি মুফতি মো. জাকির খান, সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রুবেল, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আবু সাঈম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আহমেদ পলাশ,অডিটর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোনীত আবু সাদাত মো. সায়েম। পাঁচটি সদস্য পদের মধ্যে প্রথম বিজয়ী জাকির হোসেন অভি, শাহরিয়ার কবির দিপু, শাখাওয়াত হোসেন, মো. আল-আমীন, মোহাম্মদ আব্দুল্লাহ আল বোখারী।

নির্বাচন কমিশনার এডভোকেট মো. কামরুল ইসলাম জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

পাঁচজন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করেন। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এস. এম মাহবুবুর রহমান, এডভোকেট এ.বি.এম লুৎফর রশিদ রানা, এডভোকেট মো. কামরুল ইসলাম বাবু, এডভোকেট শেখ ফারুক আহম্মদ ও এডভোকেট মো. সানোয়ার হোসেন রুবেল।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ