প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ''ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ৯টি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ মার্চ)বেলা ১১টায় উলিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুলতানা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ছকিনা বেগম, মহিলা সংস্থার সাধারণ সম্পাদক রিতা সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নারী সংগঠনের নেত্রী ফরিদা পারভীন, আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.