আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদা শোক শ্রদ্ধায় সমাহিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নুরুল হুদা শোক শ্রদ্ধায় সমাহিত হয়েছেন। রবিবার বাদ যোহর ভাস্করখিলা নিজ বাড়ির সামনে জানাজার নামাজের পর পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন, সাবেক সভাপতি এড. মো: আতাউর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যন আ.সাত্তার, মাইজখাপন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, মো: রুকন উদ্দিন ভূঁইয়া, মারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন,মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান মো: সাদেকুর রহমান সাদেক, মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো: মনসুর আলী, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, সাবেক ওয়ারেন্ট অফিসার মো: কামরুল ইসলাম হেলাল, কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, ইসরাঈল মেহেরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সপাল আলহাজ মো: ইসরাঈল মিয়া, হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, মহিনন্দ
মিছবাহুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপাল মাও.আশরাফ আলী, জাপা নেতা মো: সাদেকুর রহমান সাদেক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক সাদীসহ কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলার
রাজনৈতিকদলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসীসহ কয়েক হাজার মুসুল্লী।

প্রসঙ্গত রবিবার রাতে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিনন্দ ইউনিয়নের দুবারের সাবেক চেয়ারম্যান মো: নুরুল হুদা (৭০) ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,
৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি জীবদ্দশায় আওয়ামীলীগের রাজনৈতিকদলের দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটিতে যুক্ত থেকে উন্নয়নে নানা অবদান রেখেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category