আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে করিমগঞ্জ পৌরসভার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তৌহিদ মিয়া ওই এলাকার মৃত শাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় ফার্নিচারের কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। সেই বজ্রপাতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তৌহিদ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ