আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় ৪টি চৌরাই মোটরসাইকেলসহ প্রেপ্তার ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চারটি চোরাই মোটর সাইকেলসহ বিমল মিয়া ওরফে বিপ্লব (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে বিপ্লবকে গ্রেফতার করা হয়৷
পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ আদিত্যপাশা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় বিপ্লবকে ধরে ফেলে। পরে তার বাড়ি থেকে চারটি চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, বিপ্লব মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন ও তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ