আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ অবৈধ বালু পরিবহনে নিয়োজিত ট্রাক্টরের চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,রোববার (১৯ মার্চ)দুপুরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পানিমাছকুঠি কাশিয়াবাড়ী এলাকায়। নিহত শিশুটির নাম মেরাজ হোসেন (৪)। সে কাশিয়াবাড়ী এলাকার হাফিজুর রহমানের পুত্র বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,একটি ট্রাক্টর পার্শ্ববর্তী ধরলা নদীর চর থেকে অবৈধ ভাবে উত্তোলন করা বালু নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাওয়ার পথে কাশিয়াবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়
। এ সময় উপস্থিত লোকজন ট্রাক্টরের চাকায় পিষ্ট মেরাজকে মুমূর্ষ অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে একমাত্র সন্তানের মৃত্যুর খবর হাফিজুরের পরিবারে পৌছিলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)ফজলুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।
Leave a Reply