আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনে দুর্বৃত্তদের হামলা,মাস্টার আহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এগারসিন্দুর গোধূলি ট্রেনে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের লোকোমোটিভ এল/এস উইন্ডো গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার।
রোববার (১৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মানিকখালী এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, এগারসিন্দুর গোধূলি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি রবিবার রাত পৌনে ১১টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী এলাকায় পৌঁছালে সেখানে না দাঁড়ালে দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনটির সহকারী লোকোমোটিভ মাস্টারের হাত কেটে যায়। ট্রেনের লোকোমোটিভ এল/এস উইন্ডো গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে। এছাড়াও ট্রেনটির গার্ড ব্রেকেও হামলা চালায় দুর্বৃত্তরা।
সহকারী লোকোমোটিভ মাস্টার মো. কাওছার হোসেন বলেন, সচরাচর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসার পর রোববার রাত পৌনে ১১টার দিকে মানিকখালী পৌঁছার পর এ হামলা হয়েছে। ট্রেনটি এখানে থামানোর সিগন্যাল ছিল না। তাই এখানে আমরা ট্রেনটি থামাইনি। মূলত না থামানোর কারণেই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। সেই পাথরের আঘাতে ট্রেনের লোকোমোটিভ এল/এস উইন্ডো গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। আমার হাত কেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই ব্যবস্থা নিচ্ছেন। ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে কমলাপুরের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেছে।
কিশোরগঞ্জ রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টার আনোয়ার করিম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই বিষয়টি দেখছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ