আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বৃত্তি কেড়ে নিয়ে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে; মানববন্ধনে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি : বৃত্তি কেড়ে নিয়ে তাদের উপর অন্যায় করা হয়েছে অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করছে বৃত্তিবঞ্চিত

শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শিশু অধিকার সুরক্ষা মঞ্চের ব্যানারে মানববন্ধন করেন তারা।

কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অলিমা রাবেয়া কিবরিয়া এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। কিন্তু পরিবর্তিত ফলাফলে তার নাম নেই। তার মতো ফাহমিদা আক্তার প্রমী, অরিত্র দেবনাথ অরূপ, আফঈদা সুলতানা নূসরাসহ অনেকেই রয়েছে, যারা প্রথম ধাপের ফলাফলে বৃত্তি পেয়েছিল। কিন্তু পরিবর্তিত ফলাফলে তাদের নাম বাদ পড়ে। এমন অবস্থায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে তারা।

মানববন্ধনে বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে সে । অলিমা রাবেয়া বলেন “আমরা বৃত্তি পেয়েছি। কিন্তু আমাদের বৃত্তি কেড়ে নিয়ে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। আমরা এর বিচার চাই।”

একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আক্তার প্রমি প্রথম ঘোষিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পান। পরবর্তী ফলাফলে তার নাম নেই। প্রমি বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ৫ম শ্রেনির বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলাম। গেল ২৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হলে আমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি বলে জানতে পারি । জীবনের প্রথম অর্জনের আনন্দ নিজেদের মধ্যে ভাগভাগির রেশ কাটতে না কাটতেই ৫ ঘন্টার ব্যবধানে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। পরে জানতে পারি যে কারিগরি সমস্যার কারণে পরীক্ষায় অংশগ্রহণ না করেও সারা দেশে অগনিত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিধায় পরবর্তীতে সঠিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। আপনারা জেনে আশ্চর্য্য হবে যে ঠিক কয়েক ঘন্টার ব্যবধানেই ১লা মার্চ আবার ফলাফল ঘোষণা করা হয়। সেই তালিকায় সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে ও আমাদের মতো অনেক মেধাবী শিক্ষার্থী অজানা কারণে তালিকা থেকে বঞ্চিত হই। এরকম একটি পরিস্থিতিতে আমাদের মতো শিশুদের মানসিক অবস্থা কি হতে পারে একবারও কি ভেবে দেখেছেন? যদি আপনার সন্তানও আমাদের দলে থাকতো তাহলে আপনি কি করতেন? দায়িত্বশীলদের ভুলের মাশুল কি আমাদের দিতে হবে? আমরা নিশ্চিত, ওরা আগেও ভুল করেছিলো, পরবর্তীতে নিজেদের অপরাধ ঢাকতে গিয়ে আরো বড় ভুল করেছে।

অভিভাবকদের মধ্যে শামসুন্নাহার রীমা বলেন, বৃত্তি পাওয়ার খবরে আমরা সকলেই আনন্দে আত্মহারা হয়েছিলাম। কিন্তু পরিবর্তিত ফলাফলে আমরা হতাশ হয়েছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্তান। তাকে কোনভাবেই বোঝাতে পারছিনা। তার মানসিক অবস্থা বলে বোঝানোর মতো নয়।

মানববন্ধনে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির বলেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। বৃত্তির ফলাফল নিয়ে যা হয়েছে, সেটার জন্য রাষ্ট্রের দায় রয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং প্রথম ধাপের ফলাফলের সঙ্গে সমন্বয় করে আবারও ফলাফল ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পঞ্চম শ্রেণির বৃত্তির ফল ঘোষণা করার কয়েক ঘন্টা পরই কারিগরি ত্রুটি দেখিয়ে ফলাফল বাতিল করে কর্তৃপক্ষ। পরে নতুন করে যে ফলাফল ঘোষণা করা হয়, সেখানে প্রথম ধাপে ঘোষিত বৃত্তিপ্রাপ্ত অনেকেরই নাম বাদ পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category