আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

চাঁদ উঠছে≠জি আর হায়দার

 

চাঁদ উঠেছে ঐ আকাশে
খবর দিয়ে যায়
রমজানের হাওয়া লাগে
সারা দুনিয়ায়।

শয়তানের পায়ে শিকলা-বদ্ধ
পাপ মোচনের মাস।
রহমত, বরকত, নাজাত নিয়ে
এলো রমজান মাস।

রোজা রাখো নামাজ পড়
করোনা অবহেলা
চেয়ে দেখ জীবন আকাশে
ডুবে যাচ্ছে বেলা।

কুরআন পড় কালিমা পড়
মুক্তি জাহান্নামে
জিকির করো জান্নাত চাও
আল্লাহ্ পাকের নামে।

অধিনস্তদের কাজের চাপ
দাও যে কম করে
গরীব দুঃখির ক্ষুধার জ্বালা
অনুভবে অন্তরে।

সহমর্মিতায় দানের হাত
বড় করে দাও
অনাথ দুখিদের যন্ত্রণা
ভাগ করে নাও।

অশ্লীলতা বেহায়াপনা
অপকর্ম ছেড়ে দিয়ে
নম্র স্বভাব ফুটিয়ে তুলো
আশার আলো নিয়ে।

পরনিন্দা অহংকার ছাড়ে
হিংসা রেখোনা মনে
খোদার ভয়ে কাটাও সময়
স্মরণ করে মরণে।

কবি ও লেখক জি আর হায়দার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category