-
- সারাদেশ
- বাবার সাথে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো শায়র
- Update Time : মার্চ, ২৮, ২০২৩, ৩:১৭ অপরাহ্ণ
- 271 View

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাবার সাথে নদীতে মাছ ধরতে যেয়ে লাশ হয়ে ফিরলো শায়র।
ঘটনাটি, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের দড়িচর পাচপাড়া গ্রামের।
ওই গ্রামের ফরহাদ হোসেন জুয়েল ও ফাতেমা তুজ জোহরার ৭ বছরের একমাত্র ছেলে ২৮ মার্চ বেলা ১২ টার দিকে তার বাবার সাথে পার্শ্ববর্তী বুড়ী তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এসময় শায়র অসাবধানতাবশতঃ নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।
অনেক চেষ্টার পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার জীবন প্রদীপ নিভে যায়।শায়রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ