আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৬১কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে এ তথ্য জানা যায়।

মাদক কারবারি আটক দুইজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর এলাকার আবুল হোসেনের ছেলে রকিবুল হাসান ওরফে রাকিব (২০) ও একই উপজেলার কালতা-কোরাইশা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. পারভেজ (১৮)।

র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রাকসহ রকিবুল ও পারভেজকে আটক করা হয়। পরে তাদের দখলে থাকা ট্রাক তল্লাশি করে ৬১ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদককারবারির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ