ডেস্ক: বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলার সুধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮এপ্রিল) ধানসিঁড়ি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম এর সঞ্চালনায় সুধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুধি সম্মেলন ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী এহতেশামুল হক পাঠান কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয় সম্পাদক।
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার,আল জামিয়াতুল ইমদাদিয়ার মুদারিস মুফতি আব্দুর রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মোমোশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ, বামুক কিশোরগঞ্জ জেলার ছদর মাওঃ শফিকুল ইসলাম ফারুকী।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কন্ট্রাক্টর আব্দুর রাশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সেক্রেটারী মুহাম্মদ রুকন উদ্দিন,বামুক কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ,হয়বত নগর আলিয়া মাদ্রাসার আরবি লেকচারার মুফতি হারুন অর রশিদ আল-আযহারী শোলাকিয়া ভাগে জান্নাত নুরানী হাফিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান জুনায়েদ, করিমগঞ্জ কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা রায়হান আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি, মাজহারুল ইসলাম, মাওঃ ম’তাছিম বিল্লাহ মুত্তাকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি এইচএম সাইফুল ইসলাম,জেলা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক এম এ হানিফ, প্রচার সম্পাদক মাওলানা মানসুর আহমাদ সোহাগ, প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ হুমায়ূন,দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান খাঁন, মুহাম্মদ আবু নাঈম, ইসমাইল হোসেন ( হোসেনপুর) ইসমাইল হোসেন ( সদর)এফ এ মহসিন, আবু সুফিয়ান প্রমুখ।
সুধি সম্মেলন ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিয়াতুল ইমদাদিয়ার মুদারিস মুফতি আব্দুর রহিম।