আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আমি গুনাহগার! জি. আর. হায়দার

আমি গুনাহগার!জি. আর. হায়দার

ঈদ এলো আনন্দ নিয়ে
সকলের ঘরে ঘরে
ধনী-গরিব মনেপ্রাণে
সুখের আশা করে।

কেউবা হাসে কেউবা কাঁদে
কি যে আজব খেলা
হরেকরকম মানুষের ভীড়ে
জমে উঠেছে মেলা।

ভুল পথে চলতে চলতে
হতাশ ক্লান্ত আমি
দয়া করো দয়াময় মালিক
ওগো অন্তর্যামী।

কুমন্ত্রণায় দুষ্ট শয়তান
লেগে থাকে পিছু
তার ধোকা কোনভাবেই
বুঝি না তো কিছু!

রহমত বরকত নাজাতের
সময় গেল চলে
মনের আশা, থাকতে চাই
মাগফেরাতের দলে।

জীবন পথে জানা-অজানা
যতো গোনাহ্ আছে
ক্ষমার আশায় হাত পেতেছি
প্রভু তোমার কাছে।

তুমি ছাড়া পাপ মোচনের
আর কেহই নাই
পাপী বলে তাড়িয়ে দিলে
কোথা পাবো ঠাঁই।

করজোড়ে মিনতি করি
পাক-পরওয়ার
রহম করো মাবুদ তুমি
আমি গুনাহগার।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ