প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে বাধন সরকার (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত বাধন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। সে কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, নিহত বাধন বুধবার ওই সময় বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন দ্রুত নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।#
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.