আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে প্রেমের কারণে হত্যার শিকার রাকিব বিচার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন: কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া গ্রামের কিশোর রাকিব হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কর্শাকড়িয়াইল বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, কড়িয়াইল এলাকায় আব্দুল্লাহ’র পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করতেন নিহত রাকিব। কাজ করার সুবাদে আব্দুল্লাহ’র বড় ভাইয়ের মেয়ের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। এরই জেরে গত ৩ মে রাতের কোন একসময় রাকিবকে ডেকে নিয়ে হত্যার পর ঘটনা দামাচাপা দিতে আমড়া গাছে ঝুলিয়ে রাখে। ঘটনার পর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মানববন্ধনের মাধ্যমে দ্রুত ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান স্থানীয়রা।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম ভূঁইয়া , স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম,সমাজ সেবক হুমায়ুন কবীর রেহান, রাকিবের স্কুলের সাবেক সহপাঠিরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও কর্শাকড়িয়াইল ইউনিয়নবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ