কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী পীঠ হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অবশেষে মিলনমেলায় পরিণত হয়েছে। ঘুরি ঘুরি বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত গতকাল সকালে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে সাবেক শিক্ষার্থীরা মাদরাসার পুরনো ৫ জন ছাত্রকে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় প্রবীণ শিক্ষক
সম্মাননা দিয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা খুরশিদ উদ্দিন, হাসানপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও.আ.মজিদ, ধরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও.ফজলুল করিম, হাত্রাপাড়া আদর্শ দাখিল মাদরাসার সাবেক সুপার মাও. আহমাদ হোসাইন, সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও.আ.লতিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সাবেক শিক্ষার্থী অধ্যক্ষ মাও. মো: আজিজুল হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থীদের ঈদপুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ছড়াকার ও বিশিষ্ট ব্যাংকার মু.মুসলেহ উদ্দিন। অতিথি আলোচক ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাও. শাব্বির আহমাদ রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মাও.নুরুল ইসলাম যাকির, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমাদ সাদী,গভর্নিং বডির সদস্য এড. মাজহারুল ইসলাম, নেত্রকোনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ.এন এম মাহবুবুর রহমান,ওয়ালী নেওয়াজ খান কলেজের সহযোগী অধ্যাপক ড.আনোয়ারুল হক, কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো. মুজাহিদুর রহমান, নুরুল উলুম আদর্শ মহিলা ফাজিল
মাদরাসার উপাধ্যক্ষ নূরুন্নাহার বেগম। বক্তব্য রাখেন, মাদরাসার সাবেক শিক্ষার্থী সুরাটী মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. আ. কদ্দুছ, প্রভাষক মাও. রফিকুল ইসলাম, আউলিয়া পাড়া ফাজিল ম্ধসঢ়;দরাসার উপাধ্যক্ষ মাও. মোতাসিম বিল্লাহ, সুলতানপুর দাখিল মাদরাসার সুপার মাও.হিজবুর রহমান, সহকারী অধ্যাপক মাও. আবুল কাশেম বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী মাও. হাফেজ রাশিদ আহমাদ, সহকারী শিক্ষক মাও. একে ফজলুল হক,অধ্যক্ষ মাও. আ.রহিম, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, মাও. হারুন অর
রশিদ,প্রভাষক মাও.ইসমাইল হোসেন মুফিজী, সাংবাদিক ও লেখক মো.আমিনুল হক সাদী, আমেরিকা প্রবাসী মাও. আজিম উদ্দিন, সাইদ বিন হাবিব প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক মাও.মো. মুহসিন উদ্দিন,প্রভাষক মাও.মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষক এসএম তৌফিক উল্লাহ। পরে একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেলোয়ার ও তার দল হামদ ও নাত এবং মাদরাসার থিম সংগীত পরিবেশন করেন। এ সময় মাদরাসার শিক্ষক ও সাবেক ৫ শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক সাংস্কৃতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রওহণকারী সকলকে একটি ব্যাগ,আইডি কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানশেষে সকলের অংশ গ্রহণে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এতে শেরপুর ইসলামিক ব্যাংকের ম্যানেজার মু.মুসলেহ উদ্দিনকে সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো. মুজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
উল্লেখ্য ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ শহরের হয়বতনগরে এই ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই প্রথম সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।