আজ ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সফল উদ্যোক্তা হতে জিয়নের পরামর্শ নিন: শাওন

প্রতিদিন সংবাদ ডেক্ম রিপোর্ট: দেশে একমূখী শিল্প কারখানা গড়ে উঠেছে। যার কারণে পূঁজিবাদী মালিকদের উন্নতী হলেও সামগ্রিক ভাবে দেশের জনগণের সত্যিকার অর্থে উন্নতী হচ্ছে না। তাই বহুমূখী শিল্প কারখানা নাহলে যেকোন দেশের উত্তরোত্তর আশানুরূপ উন্নয়ন সম্ভব নয়। দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং আধিক্য যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বহুমূখী শিল্পসহ নানান উদ্যোক্তা প্রয়োজন। উদ্যোক্তারাই বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে দেশকে স্বনির্ভর হওয়াতে অবদান রাখতে পারে। বর্তমান বাংলাদেশের জনপ্রিয় ও নির্ভরযোগ্য উদ্যোক্তা হলেন- কেএম রেজওয়ানুল বারী জিয়ন। অধিকাংশ মানুষ চাকুরীর পিছনে ছুটে নিজের সম্ভবনাময় জীবনকে আরও কঠিন করে তোলে। গতানুগতিক চিন্তায় বিশ্বাসী না হয়েও যে জীবনে সফল হওয়া যায়; তা তিনি বাস্তবে দেখিয়ে দিয়েছেন। তাঁর হাত ধরেই সহস্র যুবক তাদের বেকারত্বের অভিশাপ দূর করতে পেরেছেন, সেই সাথে তাদের ফ্যামিলি বেঁচে থাকার অবলম্বন পেয়েছে।

কলামিষ্ট ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওন বলেন, যুগের প্রভাবে হোক আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হোক; দেশে অনেক উদ্যোক্তা তৈরী হচ্ছে। কিন্তু জিয়নের মতো শুন্য অবস্থান থেকে সৃষ্টিশীল কাজের মাধ্যমে সুযোগ্য প্রতিষ্ঠান তৈরী করার ঘটনা বিরল। জিয়ন ষ্টেডফাষ্ট কুরিয়ার সার্ভিস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর। কুরিয়ার সার্ভিস এর ব্যপকতা ও নতুন ধারার আইডিয়া নিয়ে ষ্টেডফাষ্ট নব উদ্যমে দেশের সকল প্রান্তে পৌছে গিয়েছে।
তিনি সফল উদ্যোক্তা হওয়া ও বহুমূখী কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে জিয়নের সাথে মতবিনিময় ও আলোচনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “সফল উদ্যোক্তা হতে জিয়নের পরামর্শ ও নির্দেশনা নিন।” তিনি মনে করেন, জিয়নের সুণিপূণ ও অদম্য হাতের ছোঁয়ায় জাতির উজ্জীবিত জাগরণ সম্ভব।

ওমায়ের আহমেদ শাওন
(লেখক, কলামিষ্ট ও গণমাধ্যম বিশ্লেষক)।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ