নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বৃধবার(১২ জুলাই) রাতে কুলিয়ারচর খরমমারা মানিকদী ব্রীজের পশ্চিমে গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করে থানার পুলিশ।
গ্রেফতারকৃত মো. জাকির হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মানিকদী নয়াহাটি এলাকার মো. সাহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত মো. জাকির হোসেন মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন অঞ্চল থেকে ক্রয় করে কুলিয়ারচর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে বিক্রয় করে আসছেন।
স্থানীয় মাহতাব উদ্দিন বলেন,জাকির হোসেন এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।