ডেস্ক: জেলার বাজিতপুরে এক কেজি গাঁজাসহ মো. মাসুদ(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার(১৬ জুলাই) রাতে বাজিতপুরের পিরিজপুর ঈদগাহ মাঠের সামনে থেকে মো. মাসুদকে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করে।
গ্রেপ্তাকৃত মো. মাসুদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার মো. মোবারক এস আই গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মো. মাসুদের নিজ হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মো. মাসুদ বলেন তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে বাজিতপুর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার কথা স্বীকার করেন।
এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।