তাসলিমা আক্তার মিতু:কিশোরগঞ্জের কুলিয়ারচর থানাএলাকায় ২০ লিটার চোলাইমদসহ মো. রাসেল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২১জুলাই) রাত পৌনে ১২টায় ২০ (বিশ) লিটার চোলাইমদসহ কুলিয়ারচর থানার নলবাইদ এলাকায় মো. রাসেল মিয়া (৩০) কে চোলাইমদ বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে
কুলিয়ারচর থানা পুলিশ । গ্রেপ্তারকৃত মো. রাসেল মিয়া (৩০) কুলিয়ারচর উপজেলার ফরিদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়,কুলিয়ারচর থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে এসআই (নিরস্ত্র) মো. রাসেল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মাদকবিক্রেতাকে গ্রেফতার করে রাসেল মিয়ার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতরে পলিথিন ব্যাগে ২০ (বিশ) লিটার চোলাইমদ জব্দ করা হয়।গ্রেপ্তাররকৃত মো. রাসেল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।