আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলিয়ারচরে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

তাসলিমা আক্তার মিতু :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গাঁজাসহ শাহিন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭জুলাই) রাত ৯টার দিকে কুলিয়ারচরের আশ্রবপুর এলাকা থেকে শাহিন মিয়াকে গাঁজা বিক্রয় করার সময় গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. শাহিন মিয়া (৩০) ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ দক্ষিণপাড়া এলাকার মো. বাছেদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসআই (নিরস্ত্র) দেব দুলাল দে গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় শাহিন মিয়ার কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ০১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচর থানাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং শাহিন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ