নিজস্ব প্রতিবেদক: জেলার ভৈরবে ১০৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আশিকুল ইসলাম (২৮) ও মোঃ ফিরোজ হাওলাদার (৩১) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
রবিবার(৩০জুলাই) রাত ১১ টার দিকে ভৈরব থানার নাটালের মোড় এলকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কল্পবাস এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ আশিকুল ইসলাম ও ভোলা জেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা এলাকার আবুল কাশেম হাওলাদারের ছেলে মোঃ ফিরোজ হাওলাদার।
সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী বলেন,কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আশিকুল ইসলাম ও মোঃ ফিরোজ হাওলাদার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দা মাদকদ্রব্য গাঁজা ফেন্সিডিল কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এসময় ভৈরব নাটালের মোড় গাড়ী তাল্লাশী করে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।