নিজস্ব প্রতিবেদক:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জুলাই) শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর ভোটগণনা শেষে মঙ্গলবার ভোরে ফলাফল ঘোষনা করা হয়।
নির্বাচনে ৩১ পদের বিপরীতে দুটি প্যানেলে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হেলাল উদ্দিন মানিক-আলমগীর মুরাদ রেজা প্যানেলে ২৯ জন এবং শাহজাহান লস্কর-শফিকুল ইসলাম মানিক প্যানেলে ২৮ জন প্রার্থী ছিলেন।নির্বাচনে হেলাল উদ্দিন মানিক-আলমগীর মুরাদ রেজা প্যানেলের ২ জন সদস্য ব্যাতিত পুরো প্যানেল বিজয়ী হয়েছে।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সভাপতি পদে আনিসুজ্জামান বাবুল ও এ কে এম শামসুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক পদে ইফতেখার হোসেন মানিক ও মো. আ. হান্নান, সাংগঠনিক সম্পাদক পদে মো.সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান।
কার্যকরী সদস্য পদে বিজয়ীরা হলেন সুলতান আহমেদ, মো. শিহাব উদ্দিন আহাদী মানিক, আহমেদ কবীর সোহাগ, মো. শফিকুল আলম খান, মো. শামসুজ্জামান ভূঞা রিটু, মো. জাকিরুল ইসলাম, মো. সাইদুর রহমান রতন, মো. তৌফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঞা, মো. সুরুজ্জামান, আব্দুল হামিদ, মো. জামাল উদ্দিন, মো. নূরে আলম ভূঞা, মো. মাসুদুল ইসলাম এ্যাপোলো, একেএম বদরুল হায়দার সবুজ, মো. আশিকুল ইসলাম শ্যামল, খন্দকার এবি সিদ্দিক ইনচু, মো. জাহাঙ্গীর আলম, মো. হেলাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, অসিত বরণ পাল, প্রদীপ কুমার সাহা ও মোস্তফা কামাল।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নির্বাচন কমিশনার ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।