আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

২২ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ডেস্ক:যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর পলাতক মুর্শিদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম. এম সবুজ রানা জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। মামলার বিচারকার্য শেষে আদালত আসামি মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এ সাজা থেকে বাঁচতে তিনি বিদেশে পাড়ি জমান।

দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে ছিলেন তিনি। তিনি জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে গ্রেফতার করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

বৃহস্পতিবার রাতে মুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ