আজ ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাজিতপুরে যুবলীগ নেতার প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর ও লুটপাট

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও পৌরসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের দোকান, গ্যারেজ ও অফিসে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুক্রবার (১১ আগষ্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কিশারগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে উপজেলা যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, হিলচিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ রফিকুন্নবী সাথী, কেন্দ্রীয় যুব লীগের সদস্য অ্যাডভোকেট আরকান, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন, বাজিতপুর উপজেলা পৌর যুব লীগের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, বাজিতপুর উপজেলা ছাত্র লীগের পাঠাগার সম্পাদক যুবায়ের আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ