আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (৩৪৮ টি) ‘ট্যাব’ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে রবিবার (১৩ আগষ্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে এ ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আব্দুস সাত্তার,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: মাসুমা আক্তার,জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক সাইদ আহমেদ,যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ। এছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অভিভাবকরা ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ