স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ ১৯৭৫ সালে ১৫আগষ্ট শাহাদাত বরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬আগষ্ট) দুপুরে খড়মপট্টি সমবায় কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির আয়োজনে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এ আফজল।
এসময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ,জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মাহবুব ইকবাল,সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বাছির উদ্দীন ফারুকী,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,সদর থানার ওসি মো. দাউদ সহ জেলা আওয়ামিলীগ, মহিলা আওয়ামী লীগ,সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ আলী সিদ্দিকী,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা,জেলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক সম্পাদক মনসুরা জামান নূতন প্রমুখ।
বক্তারা বলেন,বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছে।বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু কোন ষড়যন্ত্রের বেড়াজালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে দাবায়ে রাখতে পারে নাই।আজকে বাংলাদেশের উন্নয়নে,বাঙালী জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই।
দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষে এতিমখানা ও মাদরাসার দুইশতাধিক বাচ্চাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।