আজ ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকালে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো: মামুন আল মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্জ একেএম শামসুল ইসলাম খান মাসুম। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মাও. এনামুল হক বিন ফজলুল হক, সদর উপজেলার সুপার ভাইজার হাফেজ মাও.একেএম মস্তোফা কামাল , মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি সৈযদ আব্দুল্লাহ হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন ইসলামের পুর্নজাগরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমান সরকার প্রতি উপজেলায় মডেল মসজিদ প্রতিষ্ঠা করেন।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দুয়া পরিচালনা করেন ইফার শিক্ষক মাও.শাইখুল ইসলাম। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, ইফার শিক্ষক শিক্থিকাগণ, উলামায়ে কেরামগণ ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্হিত ছিলেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ