স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে বাজিতপুরে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালে ১৫আগষ্ট শাহাদাৎ বরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮আগষ্ট) বিকালে দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামীলীগ নেতা মোবারক মাস্টারের সভাপতিত্বে আলোচনা ও দোয়ায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন,বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, হিলচিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ রফিকুন্নবী সাথী, কেন্দ্রীয় যুব লীগের সদস্য অ্যাডভোকেট আরকান, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন, বাজিতপুর উপজেলা পৌর যুব লীগের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, বাজিতপুর উপজেলা ছাত্র লীগের পাঠাগার সম্পাদক যুবায়ের আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিনসহ বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছে।বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু কোন ষড়যন্ত্রের বেড়াজালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে দাবায়ে রাখতে পারে নাই।আজকে বাংলাদেশের উন্নয়নে,বাঙালী জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই।