আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের সাবেক কৃতী ফুটবলার এনামুল হক মোল্লা আর নেই

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু’র ছোট ভাই সাবেক কৃতী ফুটবলার এনামুল হক মোল্লা (৫৬) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৩০ আগস্ট) বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ