স্টাফ রিপোর্টার : ‘যুবকরা লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জের সুধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সূধী বন্ধু মহল ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এড. ইফতেখারুল ইসলাম পাভেল।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মীর আমিনুল ইসলাম সোহেল।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান পুটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আরিফুর রহমান শাহানুর,গুনধর ৪নং ওয়ার্ড মেম্বার মো.ফাইজুল ইসলাম হাইয়ুল,বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল,সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ প্রমুখ।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল হক হায়দারের সহযোগিতায়
এসময় আরও উপস্থিত ছিলেন, সুধী বন্ধু মহল ক্লাবের উপদেষ্টা মো. মুরাদ আহম্মদ খান,ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাতুল মুন্সী,চন্দ্রকলি ফাউন্ডেশনের সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ সহ স্কুলের অর্ধশত শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ,সুশীল সমাজ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দুইশত ফল ও গাছের চারা স্কুলের শিশুদের মাঝে বিতরণ করা হয়।