স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে মঙ্গল শোভাযাত্রসহ নানান আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মের হাজারো মানুষ।
আজ বুধবার দুপুরে শহরের কালী বাড়ি অঙ্গন হতে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামসুন্দর জিউর আখড়ায় গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মের হাজারো মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে অংশ নেন।
এর আগে কালী বাড়ি অঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান,জেলা পূজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমুখ আলোচনায় অংশ নেন।